২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৭

বিজ্ঞান, প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ’ থেকে ৪টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং ১টি বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : উদ্ভিদ কীভাবে প্রাণীর ওপর নির্ভরশীল?
উত্তর : উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে।
প্রশ্ন : মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দাও।
উত্তর : মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ হলো- মাটি, পানি ও বায়ু।
প্রশ্ন : পরাগায়ন কী?
উত্তর : বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তরের প্রক্রিয়াকে পরাগায়ন বলে।
প্রশ্ন : খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য কী?
উত্তর : খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য নিচে দেয়া হলো-
খাদ্যশৃঙ্খল - খাদ্যজাল
১. বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া। ১. দুই বা ততোধিক খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে খাদ্যজাল তৈরি হয়।
২. একটি পরিবেশে একটি খাদ্যশৃঙ্খল থাকে। ২. একটি খাদ্যজালে একাধিক খাদ্যশৃঙ্খল থাকে।
৩. খাদ্যশৃঙ্খলে খাদক, উৎপাদক, বিয়োজক একসাথে নাও থাকতে পারে। ৩.খাদ্য জালে খাদক, উৎপাদক, বিয়োজক একসাথে থাকে।
৪. খাদ্যশৃঙ্খলে উৎপাদক থেকে শুরু করে খাদকদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক থাকে। ৪. খাদ্যজালে একাধিক খাদ্যশৃঙ্খলের সদস্যদের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে।
৫. একটি মাত্র খাদক থাকে। ৫. একাধিক খাদক থাকে।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো।
উত্তর : বেঁচে থাকার জন্য জীব বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে। যেমন- শ্বাস গ্রহণের জন্য বায়ুর উপর নির্ভর করতে হয়। উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে। মানুষ বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে। শুধু জীবকুলের শ্বসনপ্রক্রিয়া যদি চলতে থাকে তবে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ নিঃশেষ হয়ে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ এত বেশি হবে যে, জীবকুলের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে। এভাবে বায়ুর উপর জীব নির্ভরশীল।


আরো সংবাদ



premium cement
সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১১০০ সেনা হতাহত হয়েছে : দাবি সিউলের ভারতে পাচারের সময় দর্শনা সীমান্তে দুই যুবতী উদ্ধার মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলে নতুন মুখ জ্যাকবস চাঁদপুরে জাহাজ থেকে উদ্ধার আরো ২ জনের মৃত্যু সিরিয়ার শাসকদের সাথে সরাসরি যোগাযোগ নেই : ইরান কারো সাথে সম্পর্ক ভালো করতে গিয়ে আর স্বার্থ বিকিয়ে দেবে না রাশিয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার পেঁয়াজ বীজ সরবরাহ মার্সেল সিওলাকু পুনরায় রোমানিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত

সকল